Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নাসিরনগর ইউনিয়নের ইতিহাস

কথিত আছে হযরত শাহজালাল(রা:) সিলেট গৌরগোবিন্দ রাজার রাজ্য আক্রমন এবং ইসলাম র্ধম প্রচারের জন্য যাওয়ার পথে সিপাহ সালার সৈয়দ নাছির উদ্দিন এখানে অবস্খান করায় তাহার নাম অনোযায়ি এই এলাকার নাম নাছিরনগর রাখা হয়।পরর্বতী সময়ে থানার নাম নাছিরনগর করাহয় এবং সেই অনুসারে সদর ইউনিয়ন পরিষদ হওয়ায় তাহার নাম করন হয় নাছির নগর ইউনিয়ন পরিষদ । নাসিরনগর ইউনিয়নের উত্তর দিকে গোয়ালনগর ইউনিয়ন ,পূর্ব দিকে বুড়িশ্বর ইউনিয়ন,দক্ষিনে গোর্কণ ইউনিয়ন পশ্চিমে ভলাকুট। নাসিরনগর ইউনিয়ন সদর হইতে অত্র ইউনিয়নের সকর গ্রামে/হাট বাজারে যোগাযোগ ব্যবস্থা মোটামোটি ভাল এবং সর্বত্র অল্পসময়ে সিিএন.জি /রিক্সা যোগে আসা যওয়া করা যায়। উল্লেখ যে ইউনিয়নের অদিকাংস রাস্থা সমূহ পাকা ।